Infantile Colic

Protocols

Infentile colic(Abdominal Gas):

Age: 1-3 months

Defination:Role of Three 

  • দিনে ৩ ঘন্টার বেশি ( >3 hours daily)
  • সপ্তাহে ৩ দিন এর বেশি (>3 days in a week)
  • মাসে ৩ সপ্তাহের বেশি (>3 weeks in a months)

No need any investigation

Rx:

1. Dompridone (Motigut) pediatric drops(5mg/ml)

Dose:  2 or 3 times daily

  • 0-1 month ➡ 5-7 drops(0.2ml)
  • 1-3 months ➡10-12 drops(0.3ml)
  • 3-6 month ➡15-18 drops(1ml)


2. Flacol (simethicone) Pediatric drop(67mg/ml)

Dose : 0.1 ml X Weigt - QDS/TDS (3/4 Times daily)

Average Dose:

  • 0  -6 months : 5-10 drops 
  • 6 month - 1 year :10-15 drops 

2. Grape Water (Find local pharmacy)

  • 4-7 drops 3 time daily .......7 days


উপদেশঃ 

মা একটু সচেতন এবং সতর্ক হলে এই বিপত্তি থেকে সহজেই

রক্ষা পেতে পারেন। যেমন-

  • মা যখন শিশুকে বুকের দুধ দিবেন, শিশুকে কোলের মধ্যে বসানাে অবস্থায় দুধদেবেন।
  • শুধু দুধের বোটা নয়, বুকের স্তনের কালাে অংশ পুরােটাই শিশুর মুখের মধ্যে পুরে দিবেন। লক্ষ্য রাখতে হবে স্তনের পাশ দিয়ে যেন শিশুর পেটে বাতাস ঢুকতে না পারে। কারণ বাতাসই গ্যাস হয়ে পেটে ব্যথার সৃষ্টি করে।
  • বুকের দুধ খাওয়ানাে শেষ হলে কাঁধের উপর নিয়ে পিঠে মূদু আঘাত এবং ৫-১০ মিনিট হাঁটাহাঁটি করতে হবে। 
  • তারপর প্রথম ১০-১৫ মিনিট শিশুকে ডান দিকে কাত করে শুইয়ে রাখতে হবে।
  • উপরের নিয়ম ব্যবহারের পরেও যদি কোন উপকার না পান তখন একজন চিকিৎসকের নকট নিয়ে যাবেন।