Excessive Cry
Protocols
Excessive cry:
Rx:
1. Syrp.Barbit Elixir((phenobarbital)20mg/5ml)
- 0-1 month =1 ml 2 times .....5 days
- 1-3 months= 1.5 ml 2 times .....5 days
- 4-6 moths = 2 ml 2 times .....5 days
- 6-12 months = 2.5 ml 2 times .....5 days
- 1-5 year = 5-10ml 2 times .....5 days
2. Famotak(Famotidine)(40mg/5ml)
Dose: 0.5mg/kg daily
- 1-2
year = 1-2ml 2 times daily ......5-7 days
- 3-5
year = 2.5 ml 2 times daily ......5-7 days
- 6-10
year = 5 ml 2 times daily ......5-7 days
if not improved :
3. Syrp. Nauhehal (herbal)
- 2.5ml -5ml ........3 times daily
If no properly deworming then anti heminthic drug given:
Syrp.Almex(Albedazole)(200mg/5ml
)
Dose: 1st day &
repeat after 7th day
- 1-3 year = 1
TSF
- > 3 year = 2
TSF
কান্নার কারন
- শিশুর অতিরিক্ত কান্নার একটি বড় কারণ ক্ষুধা। পেট ভালোভাবে না ভরলে শিশু কাঁদতে থাকে।
- অনেক মা-বাবাকে দেখা যায় ময়লা ডায়াপার অনেকক্ষণ পরিয়ে রাখে। এতে শিশুর অস্বস্তিবোধ হয়, তখন সে কাঁদে।
- ময়লা ডায়াপার অনেকক্ষণ পরিয়ে রাখলে শিশুর র্যাশ হতে পারে। এ থেকে শিশু অনেক সময় বেশি কান্না করে।
- শিশুর ছয় থেকে আট মাস হলে সে অনেক সময় বেশি কাঁদতে থাকে। এর কারণ হতে পারে তার দাঁত ওঠা। দাঁত ওঠার সময় অস্বস্তি ও ব্যথা হয়।
- শিশু খুব বেশি ক্লান্ত থাকলে কাঁদতে থাকে। এই সময় শিশুর ঘুম প্রয়োজন। ঘুমালে সে স্বস্তি ফিরে পায়।
- পেটের গ্যাস হওয়ার কারণে শিশু অনেক সময় অতিরিক্ত কাঁদে। এ রকম হলে শিশুকে উষ্ণ পানি দিয়ে গোসল করান। কিছুটা আরামবোধ করবে।
- শিশুরা সাধারণত একা থাকতে পছন্দ করে না। মানুষের মাঝে থাকতে চায়। অনেক সময় অন্য কারো মনোযোগ আকর্ষণের জন্য শিশু কাঁদে।
- অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা লাগলেও শিশু কাঁদে। তাই শিশু এই কারণে কাঁদছে কি না সেটা অভিভাবকদেরই বুঝতে হবে।
- অসুস্থ হলেও শিশু কিন্তু অতিরিক্ত কাঁদে। অসুস্থ হলে সাধারণত শিশুরা বিরক্তবোধ করে।
- এ ছাড়া অনেক সময় সিনথেটিক কাপড় পরালে গায়ে অস্বস্তিবোধ হয়। এতেও সে কাঁদে।