2nd Trimester Pg Treatment

Protocols

Clinical Features:

  • 1)Abdominal pain
  • 2)vomiting 
  • 3)PV bleeding 


investigations:

  • CBC
  • Urine R/M/E
  • RBS
  • For Fetal abnormity Detection :
    • USG for Anomaly Scan (18-21 Weeks) 
    • AFP
    • HCG
    • Estradiol

Rx:

if Normal pg then Supplement :

1. Cap.Prenat-CI (Carbonyl Iron + Folic Acid + Zinc Sulfate)

  • 0+1+0(খাবার পর).........continue

2. Tab.Ostocal-D (CALCIUM+ VITAMIN-D)

  • 0+1+0(খাবার পর)........continue

3. Cap.OMG-3 (Omega-3 fatty acid)

  • 0+1+0.......3 months

4.Cap.Maxpro(20mg)(esomeprazol)

  • 1+0+1(খাবার ৩০ মি আগে)...... 3 months

if any problem like Leaking membrane or threatened abortion or P/V bleeding 

inj.HPC(Hydroxyprogesterone Caproate)

  • 1 amp weekly for..... ..1 months

Tab.Geston(5mg)(Allylestrenol)

  • 1+0+1.........3 months

if lower abdominal pain any cause: 

Tab.Viset(50mg)(Tiemonium)

1+1+1..........3-5 days


উপদেশঃ

  • সুষম ডায়েট মেনে চলুন। এসময় মায়ের শরীরে দৈনিক প্রায় ২১০০-২২০০ ক্যালোরি এনার্জির প্রয়োজন হয়। নিজের শরীর ও বাচ্চার বাড়বৃদ্ধি ঠিক রাখতে মেনে চলুন নির্দিষ্ট ডায়েট।
  • প্রচুর পরিমাণে জল খান (2nd Trimester of Pregnancy Precautions)। প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি, ওমেগা ৩, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড ইত্যাদির মতো প্রয়োজনীয় পরিপোষকগুলি যাতে আপনার রোজের খাবারে ভরপুর মাত্রায় থাকে, সেদিকে খেয়াল রাখুন।
  • আরামদায়ক জামাকাপড় পড়ুন। ভালো মানের আরামদায়ক ব্রা ব্যবহার করুন।
  • পর্যাপ্ত বিশ্রাম নিন।
  • প্রচণ্ড শারীরিক পরিশ্রম করবেন না (Dos and Don’ts for a Safer Pregnancy)। ডাক্তারের অনুমতি নিয়ে হালকা শরীরচর্চা করুন।
  • ভারী ওজন তুলবেন না এবং নিচু হয়ে কোনও কিছু তুলবেন না।
  • ঘুমনোর সময় একপাশ ফিরে পায়ের তলায়, পিঠে, কোমরে বালিশের সাপোর্ট দিন, অনেক আরাম পাবেন।
  • কেউ ধূমপান করলে সেই জায়গা থেকে সরে আসুন।
  • কোনও কেমিক্যাল দিয়ে বাথরুম বা রান্নাঘর পরিষ্কার করার মতো কাজ করবেন না।
  • মুখে যদি ব্রণর আগমন হয়, তা হলে ডাক্তারের অনুমতি না নিয়ে কোনও ওষুধ মুখে লাগাবেন না বা খাবেন না।
  • ডাক্তারের অনুমতি না নিয়ে ভিটামিন, সাপ্লিমেনট একেবারেই খাবেন না।
  • কুসংস্কারের বশবর্তী হয়ে কোনও জড়ি বুটি বা ভেষজ ওষুধ খাবেন না। এর থেকে অনেক সময় হিতে বিপরীত হয়।
  • আধসেদ্ধ ডিম, অর্ধেক রান্না হওয়া সামুদ্রিক মাছ বা চিংড়ি খাবেন না (Second Trimester Diet: Foods to Eat and Avoid)।
  • হিল তোলা উঁচু জুতো পরবেন না। ফ্ল্যাট আরামদায়ক জুতো ব্যবহার করুন।
  • অকারণে সাতপাঁচ ভাববেন না। উদ্বেগ কিন্তু আপনার ও সন্তানের ক্ষতি করতে পারে।
  • ডাক্তারের কাছে নিয়মিত চেক আপ করান এবং তাঁর সব নির্দেশ মেনে চলুন।