1st Trimester Pg Treatment
Protocols
Clinical Features:
- 1)Vomiting
- 2)Nausea
- 3)Lower abdominal pain
investigations:
- 1)CBC
- 2)USG OF P/P
- 3)Blood grouping & rh typing
- 4)Hbsag
- 5)To See anomaly:
- Alpha-fetoprotein (AFP)
- Amniocentesis
- HCG
- USG for fetal Nuchal Translucency (NT scan)(11-13 weeks - Downs Syndrome)
Rx:(1-12 weeks)
- 0+1+0.....3 months( up to 2 nd trimeste)
if Nausea:
Tab.Vertina-D(Pyridoxine Hydrochloride + Doxylamine Succinate)
- 0+0+1.....3-5 days
if Nausea not improved
Tab.Vertina-D(Pyridoxine Hydrochloride + Doxylamine Succinate)
- 1+0+1.... ..5-7 days
if Lower abdominal pain:
Tab.Viset/Algin(Tiemoniun)(50mg)
- 1+1+1.......3-5 days
1st trimester Diet:
- রোজের সাধারণ খাবারের সাথে অতিরিক্ত ১ গ্লাস দুধ ও ২টি অতিরিক্ত রুটি খেতে পারেন। এছাড়া তাজা ফলমূল ও শাক সবজি খাবেন।
- প্রচুর জল খান। ৮ থেকে ১০ গ্লাস রোজ। ক্যাফেইন সমৃদ্ধ খাবার এড়িয়ে চলুন। কেননা এতে ঘুম কম হওয়ার আশঙ্কা থাকে। কিছু ড্রিংকস চাইলে ফলের জুস, দই, লস্যি এসব খান।
- যতটা সম্ভব বাইরের খাবার এড়িয়ে চলুন। বাড়ির টাটকা রান্না খান।
- এ সময় কিছু জিনিস অবশ্যই দরকার হয়, তার মাঝে একটি হল, ফোলেট বা ফলিক এসিড। রোজের ওষুধের পাশাপাশি সবজি থেকেও খানিক ফোলেট পেতে পারেন আপনি। খাবার তালিকায় রাখুন করলা, ক্যাপসিকাম, ব্রকলি, মেথি, পুদিনা, ধনে, বাদাম, কিশমিশ ইত্য়াদি।
- আধা সিদ্ধ প্রোটিন যেমন মাছ, মাংস, ডিম এসব এড়িয়ে চলতে হবে। প্রোটিন ভালো করে রান্না করে তবেই খাবেন।
- সেই সাথে গলানো চিজ, মেয়োনিজ এসবও কদিন না খাওয়াই ভালো। প্রথম ৩ মাস খেতে কষ্ট হয়, কিছু খেতে ইচ্ছেও করে না। তাও বাচ্চার কথা চিন্তা করে যতটা সম্ভব ততটা স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করুন