Uncomplicated Malaria
Protocols
Rx:
1. Tab. Artemet
- 4+4+0..…… 1 day
Then
- 4+0+4……….2 days
- 1+0+1....( খাবার ৩০ মি আগে).....1 days
3.Tab. Napa (500mg)(paracetamol)
1+1+1( জ্বর >১০০f)
In pregnancy:
- 2+2+2.....7 days
প্রতিরোধঃ
- দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি বা কয়েল ব্যবহার করা।
- দরজা-জানালায় মশক নিরোধক জাল, প্রতিরোধক ক্রিম, স্প্রে ব্যবহার করা।
- ঘরের আশপাশে কোথাও যেন পানি জমে মশা বংশবিস্তার না করতে পারে, সেদিকে খেয়াল রাখা বা স্থির জলাধার, জলাবদ্ধ এলাকা নিয়মিত পরিষ্কার করা।
- জমা পানিতে মশা ডিম পাড়ে বেশি। এসব স্থানে কীটনাশক বা কেরোসিন ছিটিয়ে দেওয়া।
- ম্যালেরিয়াপ্রবণ এলাকায় বেড়াতে গেলে আগে থেকেই চিকিৎসকের পরামর্শ নেওয়া বা ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ সঙ্গে রাখা।