Bronchial Asthma

Protocols

Clinical Features:
  • 1)Shortness of breath
  • 2)Wheezing 
  • 3)Chest tightness
  • 4)Cough



O/E:

1)Rnochi

2)Breath sound vesicular with prolong expiration

Investigations:

1)CBC-[post id="49" title="Eosinopenia"]

2)IgE-high([post id="177" title="IgE"])

3)CXR PA View-hyperinflation([post id="210" title="X-ray-findings-Asthma"])

4)ECG

5)Reversibility test- +VE ([post id="175" title="Spirometry-Reversibility-test"])

6)PEFR



Rx:

1. Bed Rest : Propped up Position

2. 02 inhallation: 3-4L/min 

3. Nebulization with Windel plus(SALBUTAMOL+Ipratopium) stat & 6 hourly

4.Inj.[post id="547" title="Hydrocortisone"] (Cotson) 2 vial I/V stat & Then 1 ample... I/v..6 hourly

5. Inh.Sulbutamol(Azmasol) 2 puff S/L - ৩-৪ বার( যখন শ্বাসকষ্ট হবে তখনই) 

6. Inh.Salmeterol + Fluticasone(Bexitrol -F) 25/250 2 puff - দিনে ২বার( ব্যবহার করার পর কুলকুচি করতে হবে)

7. inj.[post id="425" title="Amoxicillin+Clavulanic-Acid"](Clacido)(1.2 gm) I/V... TDS...3 day 

Then

Tab. Clacido (625 mg) 1+1+1 .....৭ days

8. Tab. Doxiva (200 mg ..১+০+১......continue

9. Tab.Montene/monas([post id="720" title="Montelukast"])(10 mg) o+o+১...( সন্ধার সময়)…..continue

Creps থাকলেঃ

Tab.Furosemide + Spironolactone(Fusid Plus) 1+1+0------ 10-15 days

Note:
  • সব inhelar pg তে safe. 
  • Inh.Azmasol /iprasol হলো রিলিভার এটি যথন শ্বাস কষ্ট হবে তখনি নেওয়া যাবে ইভেনকি বেশি শ্বাস কষ্ট থাকলে nebulization এর ব্যবস্থা না থাকলে পুরো একটা inhelar শেষ ও করা যাবে। 
Nice to Know:

First aid for asthma - "Rule of 5"

  •  Ensure the patient is sitting comfortably upright, be calm and reassuring
  •  Give 5 puffs of reliever inhaler- with spacer/direct through mouthpiece
  •  Wait for 5 minutes
  •  If no improvement, give another 5 puffs
  •  Repeat the process for 5 times- if little/no improvement transfer to hospital with puffs every 5 minutes.

Advice:

করণীয় এবং বর্জনীয় বিষয়সমূহ:

  • ধূলাবালি থেকে বাচতে রাস্তা ঘটে চলাচলের সমসয় মুখে মাস্ক ব্যবহার করুন।
  • বাসা বাড়িতে কার্পেট ব্যবহার না করাই অতি উত্তম।
  • ঘরে ধূঁপ ব্যবহার করেবেন না ।
  • উচ্চ মাত্রার সুগন্ধি ব্যবহার থেকে বিরত থাকুন।

যেকোন প্রকার স্যাঁতস্যাঁতে পরিবেশ এড়িয়ে চলুন।

  • বাসায় বিড়াল, কুকুর বা অন্য কোনো প্রাণী পোষা থেকে বিরত থাকুন।
  • ঘর ঝাড়ু দেওয়ার সময় মাস্ক ব্যবহার করুন বা গামছা দিয়ে মুখ ঢেকে রাখুন।
  • মশার কয়েলও শ্বাসকষ্ট সৃষ্টি করে থাকে এর থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করুন।
  • স্প্রে করার সময় নিরাপদ দূরত্বে অবস্থান করুন কারণ এটাও বেশ ক্ষতিকর।
  • যে কোনো উপায়ে ধূমপান পরিহার করা অপরিহার্য।
  • ঠান্ডা জল এবং শীতল খাবার গ্রহণ করা পরিহার করুন।
  • বাসা বাড়িতে ফ্রীজে রাখা খাবার ভালো করে গরম করে গ্রহন করুন।
  • পুরাতন বই পত্র এবং বিছানা বা কার্পেট ঝেড়ে নেওয়ার সময়ও মাস্ক ব্যবহার করুন বা গামছা দিয়ে মুখ ঢেকে রাখুন।
  • শীতকালে লেপ-তোষক ভাল করে রোদে শুকিয়ে ব্যবহার করুন।
  • শীতের সময় শীতবস্ত্র ধুঁয়ে ব্যবহার করুন ।
  • শীত থেকে বাচতে উলেন কাপড়ের পরিবর্তে সুতি অথবা জিন্সের কাপড় ব্যবহার করুন।
  • ছোট বা বড় ফুল ধরা গাছের নিচে বা তার আশেপাশে বসবেন না । ফুলের পাপড়ি আপনার শ্বাসকষ্ট বাড়াবে।
  • রান্না করার সময় মশলার ঝাঁঝাঁলো গন্ধ এড়াতে মাস্ক বা শুকনো কাপড় ব্যবহার করুন।
  • ঘরে যাতে তেলাপোকা এবং ছারপোকা বাসা বাধতে না পারে সেদিকে দৃষ্টি রাখুন।
  • লক্ষ্য রাখুন কি কি কারণে আপনার এলার্জি, এ্যাজমা ও শ্বাসকষ্ট বৃদ্ধি পাচ্ছে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিন আরো কি কি করা দরকার।যেসব খাবার পরিহার করবেন
  • ইলিশ মাছ, চিংড়ি, গরুর মাংস, দুধ, হাঁসের ডিম (সাদা অংশ), মিষ্টি কুমড়া, কচু, বেগুন, আপেল, কলা এ সকল খাদ্য আপনার এলার্জি ও শ্বাসকষ্ট বাড়িয়ে দিবে। তাই এসব থেকে সাবধান থাকুন।

Treatment Accourding to GINA Guideline:

Chamber Treatment of Asthma(adult):/discharge:


Rx:

1. Tab.Moxaclave([post id="425" title="Amoxicillin+Clavulanic-Acid"])(625mg) 1+1+1....7 days

2. Tab. Doxiva (200 mg ..1+০+1......3 months

3.Tab. Montene([post id="720" title="Montelukast"]) (10 mg) o+o+1...( সন্ধার সময়)…..3 months/continue

4.Inh. Azmasol 2 puff S/L - ৩-৪ বার( যখন শ্বাসকষ্ট/কাসি হবে তখনই) (2 puff -sos)

5.Inh.Bexitrol -F 25/250 2 puff - দিনে ২বার( ব্যবহার করার পর কুলকুচি করতে হবে)(2 puff 2 times a day )

6.Tab.Finix(20mg)..1+০+1.....15 days


উপদেশঃ

করণীয় এবং বর্জনীয় বিষয়সমূহ:

  • ধূলাবালি থেকে বাচতে রাস্তা ঘটে চলাচলের সমসয় মুখে মাস্ক ব্যবহার করুন।
  • বাসা বাড়িতে কার্পেট ব্যবহার না করাই অতি উত্তম।
  • ঘরে ধূঁপ ব্যবহার করেবেন না ।
  • উচ্চ মাত্রার সুগন্ধি ব্যবহার থেকে বিরত থাকুন।
  • যেকোন প্রকার স্যাঁতস্যাঁতে পরিবেশ এড়িয়ে চলুন।
  • বাসায় বিড়াল, কুকুর বা অন্য কোনো প্রাণী পোষা থেকে বিরত থাকুন।
  • ঘর ঝাড়ু দেওয়ার সময় মাস্ক ব্যবহার করুন বা গামছা দিয়ে মুখ ঢেকে রাখুন।
  • মশার কয়েলও শ্বাসকষ্ট সৃষ্টি করে থাকে এর থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করুন।
  • স্প্রে করার সময় নিরাপদ দূরত্বে অবস্থান করুন কারণ এটাও বেশ ক্ষতিকর।
  • যে কোনো উপায়ে ধূমপান পরিহার করা অপরিহার্য।
  • ঠান্ডা জল এবং শীতল খাবার গ্রহণ করা পরিহার করুন।
  • বাসা বাড়িতে ফ্রীজে রাখা খাবার ভালো করে গরম করে গ্রহন করুন।
  • পুরাতন বই পত্র এবং বিছানা বা কার্পেট ঝেড়ে নেওয়ার সময়ও মাস্ক ব্যবহার করুন বা গামছা দিয়ে মুখ ঢেকে রাখুন।
  • শীতকালে লেপ-তোষক ভাল করে রোদে শুকিয়ে ব্যবহার করুন।
  • শীতের সময় শীতবস্ত্র ধুঁয়ে ব্যবহার করুন ।
  • শীত থেকে বাচতে উলেন কাপড়ের পরিবর্তে সুতি অথবা জিন্সের কাপড় ব্যবহার করুন।
  • ছোট বা বড় ফুল ধরা গাছের নিচে বা তার আশেপাশে বসবেন না । ফুলের পাপড়ি আপনার শ্বাসকষ্ট বাড়াবে।
  • রান্না করার সময় মশলার ঝাঁঝাঁলো গন্ধ এড়াতে মাস্ক বা শুকনো কাপড় ব্যবহার করুন।
  • ঘরে যাতে তেলাপোকা এবং ছারপোকা বাসা বাধতে না পারে সেদিকে দৃষ্টি রাখুন।
  • লক্ষ্য রাখুন কি কি কারণে আপনার এলার্জি, এ্যাজমা ও শ্বাসকষ্ট বৃদ্ধি পাচ্ছে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিন আরো কি কি করা দরকার।
  • যেসব খাবার পরিহার করবেন ইলিশ মাছ, চিংড়ি, গরুর মাংস, দুধ, হাঁসের ডিম (সাদা অংশ), মিষ্টি কুমড়া, কচু, বেগুন, আপেল, কলা এ সকল খাদ্য আপনার এলার্জি ও শ্বাসকষ্ট বাড়িয়ে দিবে। তাই এসব থেকে সাবধান থাকুন।